⚜️ বিসমিল্লাহির রহমানির রহিম ⚜️
আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন আস্সালাতু ওয়াস্সালামু আলা সাইয়িদাল আমবিয়া ইল মুরছালিন। ইয়া-আল্লাহু, ইয়া-কাহহারু, ইয়া-জোয়াহিরু, ইয়া-জাব্বারু।
সর্বপ্রথমেই মহান আল্লাহ্ জাল্লাশানুহুর দরবারে আলীশানে আসমান-যমীন পূর্ণ প্রশংসা ও লাখো কোটি শোকর আদায় করছি। যার অসীম করুনায়- “তিব্বে ইলাহী এবং তিব্বে নববী হারবাল” প্রতিষ্ঠানটি আর্তমানবতার কল্যাণার্থে পরিচালিত হচ্ছে। এরই সাথে অগনিত দারূদ ও সালাম পেশ করছি, আল্লাহ্ রব্বুল আলামীনের প্রিয় হাবীব ও আখেরি পায়গাম্বার রহমাতুল্লিল আলামীন, শাফীউল মুযনাবীন, মুস্তাফা জানে রহমাত {ﷺ}-এর প্রতি, যার মাধ্যমে তামাম মাখলূক একমাত্র পরিপূর্ণ জীবন বিধান ইসলাম লাভ করেছে।
সকল প্রকার বিপদ-আপদ থেকে বেঁচে থাকা এবং যাবতীয় উদ্দেশ্য পূরণের জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর প্রতি ভরসা। আল্লাহ্ রব্বুল ইজ্জত ক্বুরআনুল কারীমে ইরশাদ করেছেন,—“যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট হবে।”-[সূরাহ্ : আত্ব ত্বালাক, আয়াত : ৩]
আল্লাহ্ রব্বুল আলামীন আরও ইরশাদ করেছেন,—“আমি ক্বুরআনে এমন বস্তু নাযিল করেছি, যা মুমিনদের জন্য নিরাময় ও রহমত।”-[সূরাহ্ : আল বানী ইসরাঈল, আয়াত : ৮২]
তিনি আরো ইরশাদ করেছেন,—“মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের সুস্বাদু পানীয় বের হয়। এতে রয়েছে মানুষের জন্য আরোগ্য। নিশ্চয় এর মধ্যে রয়েছে চিন্তাশীল জাতির জন্য নির্দশন।”-[সূরাহ্ : আল নাহাল, আয়াত : ৬৯]
পবিত্র ক্বুরআনে বর্ণিত আছে,—“আর যখন আমি অসুস্থ হই, তখন শুধু তিনিই আমাকে আরোগ্য দান করেন।-[সূরাহ্ : আল শুআরা, আয়াত : ৮০]
আল্লাহ্ রব্বুল আলামীন ইরশাদ করেন,—“পূত-পবিত্র যায়তুন বৃক্ষ।”-[সূরাহ্ : আন নূর, আয়াত : ৩৫]
হাদীস শারীফে বর্ণিত আছে, প্রিয়নবী হযরত রাসূলে কারীম {ﷺ} ইরশাদ করেছেন,—“যায়তুনের তেল খাও এবং শরীরে মালিশ করো। কেননা এটা কল্যাণময় বৃক্ষ।”-[মাযহারী]
রাসূলুল্লাহ্ {ﷺ} আরও ইরশাদ করেছেন,—“তোমরা অবশ্যই এই কালো জিরা ব্যবহার করবে; কেননা মৃত্যু ছাড়া এতে সকল রোগের ঔষধ রয়েছে।”-[বুখারী শারীফ]
নূর নবীজি {ﷺ} ইরশাদ করেছেন,—“তোমরা কালোজিরা ব্যবহার করবে। কেননা এতে একমাত্র মৃত্যু রোগ ব্যতীত সর্বরোগের চিকিৎসা রয়েছে।”-[বুখারী ও মুসলিম শারীফ]
উল্লেখিত পবিত্র আয়াত ও হাদীস শারীফ দ্বারা প্রমাণিত হয় যে, ক্বুরআন মাজীদ এবং রাসূলুল্লাহ্ {ﷺ}-এর সুন্নাহ্ আমাদের জন্য শিফা বা রোগ মুক্তির মাধ্যম।
অভিজ্ঞ ইউনানি চিকিৎসকগণ নবী কারীম {ﷺ}-এর পবিত্র বাণীর সত্যতার সাক্ষ্য এভাবে দিয়েছন যে -“কালোজিরা ঠান্ডা জাতীয় ব্যাধি, পক্ষাঘাত, পাকস্থলীতে বায়ু সঞ্চয় ইত্যাদি রোগের জন্য অত্যাধিক উপকারী। এবং শূলবেদনা, পাণ্ডুরোগ, স্নায়বিক দূর্বলতায় আক্রান্ত রোগীদের জন্য অতি উতকৃষ্ট ওষুধ।-[কিতাবুল মুফরাদাত : খাওয়াসূল আদবীয়া।]
উল্লেখিত সংক্ষিপ্ত আলোচনায় ক্বুরআন মাজীদ ও হাদীস শারীফের আলোকে বর্ণনাকৃত পবিত্র বানী সমূহ দ্বারা বুঝায় যে, মহান আল্লাহ্ রব্বুল আলামীন এর কুদরাতে-সৃজিত বৃক্ষলতাদির মধ্যে রয়েছে রোগ নিরাময়ের সকল উপাদান।
“তিব্বে ইলাহী ও তিব্বে নববী হারবাল” আল্লাহ্ রব্বুল আলামীন এর রহমাত, হুযূরে আকরাম {ﷺ}-এর দূআ, নবী {আঃ}, সাহাবায়ে কিরাম {রাঃ}, ওলী-আউলীয়ে ইযাম {রঃ}-এর দূআ প্রাপ্ত একটি ইসলামিক প্রতিষ্ঠান। “তিব্বে ইলাহী ও তিব্বে নববী হারবাল” এর প্রতিটি পণ্যই প্রাকৃতিক ওষুধ এর উৎস - প্রকৃতিতে বিদ্যমান হালাল ভেষজ উদ্ভিদ, খনিজ ও প্রাণীজ উপাদানের সমন্বয়ে প্রস্তুতকৃত অনন্য দাওয়া।
তিব্বে ইলাহী অর্থ: “খোদায়ী চিকিৎসা বিধান।” তিব্বে নববী অর্থ : “নবী {ﷺ}-এর চিকিৎসা বিধান।”
প্রিয় ক্রেতাগণ, এই পণ্যগুলো সম্পূর্ণ ক্বুরআন মাজীদ এবং হাদীস শারীফে বর্ণিত ভেষজ উপাদান দ্বারা তৈরী এবং প্রাচীনযুগের রাজাধিরাজগণ যেভাবে নিজেদের বাহ্যিক ও অভ্যন্তরীণ সকল ব্যধিতে ব্যবহার করেছেন- তেমন ব্যবহারোপযোগী। পণ্যগুলো কোনো প্রকার কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ মিশিয়ে প্রস্তুত করা হয়নি তাই কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই দাওয়া বা প্রসাধন সামগ্রীর কার্যক্ষমতা সম্পর্কে কোনো সন্দেহ নেই, প্রতিটি ১০০% গ্যারান্টেড পণ্য।
প্রাকৃতিক গুণাবলি সমৃদ্ধ হারবাল পণ্য পৃথিবীতে একাধিক দেশে তৈরী হয়েছে। তবে বাংলাদেশে নিঃশন্দেহে বলা যায় এটাই প্রথম। উন্নয়নশীল দেশ যেমন- জাপান, জার্মান, ফ্রান্স, ইটালি, ইংল্যান্ড, থাইল্যান্ড, স্পেইন, মালইশিয়া, ইন্দোনেশিয়া, সিংগাপুর, আমেরিকা প্রভৃতি দেশে রাসায়নিক প্রকৃয়ায় এই ধরনের দাওয়া ও প্রসাধন সামগ্রী তৈরী করা হয়। এবং সেই সকল পণ্য আমাদের দেশের অনেক ভাই-বোনেরা নিয়মিত ব্যবহার করে থাকেন যা, শরীর সাস্থ্য ও ত্বকের জন্য অত্যন্ত বিপদজনক। পক্ষান্তরে হারবাল প্রক্রিয়ায় তৈরী ও পরীক্ষিত এই পণ্য সমূহ ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এবং বিদেশী পণ্যের চেয়ে অধিক কার্যকর ও শরীর স্বাস্থ্য এবং ত্বকের জন্য ১০০% নিরাপদ। আশ্চর্য জনক হলেও সত্যি যে, উন্নত দেশ সমূহের হারবাল প্রসাধন সামগ্রীর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। অথচ আমাদের দেশে...?
মনে রাখবেন, “তিব্বে ইলাহী এবং তিব্বে নববী হারবাল” পণ্যসমূহ কোনো সুগন্ধ ছড়ানোর জন্য নয়। তাই পণ্যের গন্ধটা যেমনই হোক না কেন আপনার বিচার্য এর কার্যকারীতা নিয়ে। আপনার প্রয়োজনমত যেকোনো পণ্য নিয়ম অনুযায়ী একবার ব্যবহার করেই দেখুন, আল্লাহ্ তা‘য়ালার অশেষ মেহেরবানিতে আপনি আরোগ্যলাভ করবেন। “তিব্বে ইলাহী এবং তিব্বে নববী হারবাল” পণ্য সমূহ যারা ব্যবহার করবেন তাদের নিকট আমার সবিনয় অনুরোধ থাকবে, ব্যবহারের পরে আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন। আপনার মন্তব্য আমাকে অনেক অনেক উৎসাহিত করবে। আজীমুশ শান শাহানশাহ আল্লাহ্ রব্বুল আলামীন স্বীয় হাবীব {ﷺ}-এর ওয়াসিলায় আমাদের সকল প্রকার রোগ থেকে হিফাজাত করুন। আমীন...!
পরিশেষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, জাযাকাল্লাহু খইরন।
ধন্যবাদান্তে ...
মুহাম্মাদ নজরুল ইসলাম মিলন আল-ক্বাদরী।
প্রতিষ্ঠাতা : তিব্বে ইলাহী এন্ড তিব্বে নববী হারবাল।
ঢাকা, বাংলাদেশ।