🔶তিব্বে নববী আতর কালেকশন🔶

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️﷽⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️সুগন্ধি পবিত্রতার নিদর্শন। রাসূলুল্লাহ্ {ﷺ} সুগন্ধি ও আতর খুবই পছন্দ করতেন। মহান আল্লাহ্ {ﷻ} স্বীয় হাবীবকে বিশেষ ভাবে সৃষ্টি করেছেন এজন্য মহানাবী {ﷺ}-এর দেহ ঘাম মুবারক ছিল মেশকের চেয়েও সুরভিত এজন্য সর্বদাই সুবাস ছড়াতো। 

তবে তিনি নিজেও সুগন্ধী ব্যবহার করতেন যেন উনার উম্মাত শিক্ষা গ্রহণ করে। মহানাবী {ﷺ} যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেখানে সুগন্ধীর ঝরনা বয়ে যেত। অনেক দূর থেকেই সুরভি অনুভব করা যেত। লোকেরা বুঝতে পারত, নাবী কারীম {ﷺ} এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন। তাই সুগন্ধী ব্যবহার করা নাবীজি {ﷺ}-এর সুন্নাত। তবে শর্ত হলো, তাতে যেন হারামের কোনো অংশ না থাকে।⚜️ 

⚜️সুগন্ধির ব্যবহার সম্পর্কে পবিত্র হাদীস শারীফে অনেক বর্ণনা রয়েছে :--- 

❤️সুগন্ধি ব্যবহার সব নাবী-রাসূলগণ {عَلَيْهِ وَسَلَّمَ‎}-এর সুন্নাত।❤️ 

💚 ১ নং হাদীস শারীফ : সাইয়িদুনা হযরত আবু আইয়ুব আনসারি {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎} থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ {ﷺ} ইরশাদ করেছেন, ❝চারটি বস্তু সব নাবীর সুন্নাত। আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।❞ [মুসনাদে আহমাদ, হাদীস নং : ২২৪৭৮] 

❤️বিশেষ করে লোকসমাগমে গেলে, জুম‘আর দিন, ঈদের দিন সুগন্ধি ব্যবহারের বিশেষ তাগিদ রয়েছে ।❤️ 

💚 ২ নং হাদীস শারীফ : সাইয়িদুনা হযরত আবু সাঈদ খুদরি {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎} থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ {ﷺ} ইরশাদ করেছেন, ❝জুমার দিন যথাসম্ভব তোমরা সুগন্ধি ব্যবহার করো।❞ [সুনানে নাসায়ি, হাদীস নং : ১৩৫৮] 

❤️তবে স্মরণ রাখতে হবে, মহানাবী {ﷺ} পুরুষ ও নারীদের সুগন্ধির মধ্যে পার্থক্য করেছেন।❤️ 

💚 ৩ নং হাদীস শারীফ : সাইয়িদুনা হযরত আবু হুরাইরা {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎} থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ {ﷺ} ইরশাদ করেছেন, ❝পুরুষ এমন সুগন্ধি ব্যবহার করবে, যার মধ্যে সুবাস থাকবে, কিন্তু কোনো রং থাকবে না। আর নারী এমন সুগন্ধি ব্যবহার করবে, যার মধ্যে রং থাকবে, কিন্তু সুবাস থাকবে না।❞ [তিরমিজি শারীফ, হাদীস নং : ২৭১১] 

❤️তবে নারীদের জন্য ঘরের মধ্যে যেকোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা জায়িয আছে। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Jador Al Oudh ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : সুগন্ধীর জগতে আভিজাত্যের পরিচায়ক ও খুবই গাম্ভীর্যপূর্ণ আতর “জাদোর আল উদ”। যারা উদ জগতে নতুন এই আতরটি তাদের জন্য উপযোগী। সাধারণত উদ বিগিনাররা উদের ঘ্রাণকে অসহনীয় মনে করেন, কিন্তু “জাদোর আল উদ” এর টপ নোটসের এই উডি ফ্লেভারটি ব্যবহারকারীকে আরবীয় গাম্ভীর্যপূর্ণ ভাব দেয়। তাই উদ বিগিনাররা একবার “জাদোর আল উদ” ব্যবহার করে দেখতে পারেন। চমৎকার ম্যাসকিউলিন রেডিয়েন্সের ঘ্রাণ, এর স্মোকি উদের আভা আপনাকে মোহাবিষ্ট করবে সহজেই। “জাদোর আল উদ” এ স্মোক আর উডি ঘ্রাণের পাশাপাশি ফুলের সুবাস ভেসে আসে। এরাবিয়ান পোড়া কাঠের ম্যাচয়ুর্ড সুবাস, যা নিমিষেই আপনার মধ্যে চমৎকার ব্যক্তিত্ত্ব জাগরণ করবে। ফ্লোরাল, ফ্রুটি, ভ্যানিলা প্রভৃতি নোটস সমূহের মিশ্রণে এটি আপনাকে যেন এক রাজকীয় সুঘ্রাণের অনুভূতি এনে দেয়। এর হৃষ্টপুষ্ট ঘ্রাণ কিছুক্ষণ পর পরই তার অস্তিত্ব জানান দিতে একটুও পিছ পা হয় না। মন কেড়ে নেয়া ও ছুঁয়ে দেয়ার অসীম জাদু আছে “জাদোর আল উদ” এ! যেকোনো ওয়েদারে ও স্থানে ব্যবহারোপযোগী। 

⚜️নোটস : নাসপাতি, তরমুজ, ম্যাগনোলিয়া, পীচ ম্যান্ডারিন কমলা, বার্গামট, জেসমিন, লিলি-অফ দ্য ভ্যালি, টিউবরোজ, ফ্রিসিয়া, রোজ, অর্কিড, প্লাম, ভায়োলেট, কস্তুরী, ভ্যানিলা, ব্ল্যাকবেরি এবং সিডার। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Oudh Al Arabia ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : ভালোবাসার আরো একটি নাম “উদ আল এরাবিয়া” আতর। পৃথিবীতে বিভিন্ন ঘরানার উদ বিদ্যমান। “উদ আল এরাবিয়া” হলো এরাবিয়ান ঘরানার উদ। যারা সামান্য কড়া এবং মিষ্টি ফ্লেভারের আতর পছন্দ করেন “উদ আল এরাবিয়া” তাদের খুবই ভালো লাগবে। এটা ব্যবহার করে কারো খারাপ লাগবে এটা বলাটাও ঠিক হবে না, আতরটির মিষ্টি উদের অন্যরকম সুবাস পাগল করে দিবে অনায়াসে। আতরটির রং যেমন সুন্দর এর ঘ্রান ও অসাধারণ। আতরটির মধ্যে পাবেন মিষ্টি উদ, আম্বার এবং সিট্রাসের মারাত্মক সুবাস। দুবাইয়ের এই আতরটির মিষ্টতা কিছুটা মৃদু হওয়ায় বাংলাদেশের আলিম-উলামাদের মাঝে খুবই জনপ্রিয়। মার্জিত পার্সোনালিটির, যে কারো সাথে অনায়াসে মানিয়ে যাওয়ার মত একটি কালেকশন। 

⚜️নোটস : সুইট উদ, উডি, আম্বার, সিট্রাস এবং ভ্যানিলা। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Ameer Al Oudh ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : এরাবিয়ান আতর ঘরানার অন্যতম শ্রেষ্ঠ সদস্য এবং সবার ভালোবাসার আতর “আমীর আল উদ”। “আমীর আল উদ” এমন এক আতর যার কোন হেটার্স নেই। প্রচলিত উদগুলো বেশ কড়া হয় তবে “আমীর আল উদ” এর ঘ্রাণের তীব্রতা খুব সামান্য কড়া ও স্বাভাবিক রকমের এবং মিষ্টি ধাঁচের। তবে এই মিষ্টি ধাঁচটা আর দশটা মিষ্টি আতরের মতো নয়, আরবীয় ধাঁচের— আশেপাশে অবস্থানকারীদের নাকে জানান দেবে এর ঘ্রাণ। নিজের তো বটেই, আশেপাশের মানুষের মনকেও প্রশান্তি দিতে পটু “আমীর আল উদ”। মিষ্টি পরিবেশ তৈরি করায় এটি হাওয়াই মিঠাই নামেও বেশ সমাদৃত। দ্বীনি পরিবেশে আতরটির জুড়ি মেলাভার আলেম-তালিবে ইলম ও প্র্যাক্টিসিং মুসলিমদের কাছে এ আতরটি বেশ সমাদৃত ও পছন্দনীয়। 

প্রিয় নাবীজি {ﷺ} নারী ও পুরুষ উভয়কেই সুগন্ধি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। ভাইয়েরা মসজিদে গমনকালে, যে কোনো মাহফিলে, উৎসব অনুষ্ঠানে “আমীর আল উদ”-এর সুঘ্রাণে নিজেকে সুগন্ধিময় করে নিতে পারেন। বোনেরা তাদের বাড়িতে সুগন্ধী ব্যবহার করতে পারেন। তাছাড়া, একান্ত মুহূর্তগুলোতে জীবনসঙ্গীর ঘনিষ্ঠতাকে আরো মধুময় করে তোলার জন্য “আমীর আল উদ” আপনাদের বিশ্বস্ত সঙ্গী হতেই পারে, ইনশাআল্লাহ্।

⚜️নোটস : আগরউড (উদ), দারুচিনি, জায়ফল, জুঁই, চন্দনউড (উদ), কস্তুরী, ভ্যানিলা, গুয়াইক কাঠ, আম্বার এবং সিডার। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Ehsas Al Arabia ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : “এহসাস আল এরাবিয়া” এরাবিয়ান আতর ঘরানার অন্যতম শ্রেষ্ঠ সদস্য। “এহসাস আল এরাবিয়া” নামটার মধ্যে যেমন একটা আভিজাত্য আছে, তেমনি এর আভিজাত্যময় ঘ্রাণ। এর ঘ্রাণ খুবই ইন্টারেস্টিং। আতরটি যার সান্নিধ্যে একবার এসেছে এর সুশীতল ও মোহনীয় সৌরভ তাকে মোহিত করেছে। এতে আছে ফ্লোরাল নোট, সাইট্রাসি নোট , স্পাইসি নোট আরো আছে হারবাল নোট। এক আতরে এত কিছুর কম্বিনেশন সাধারণত কমই দেখা যায়। আতরটির মনোমুগ্ধকর মিষ্টি সুবাসে মন প্রাণ জুড়িয়ে আসে। যেকোনো মৌসুমে ব্যবহারের জন্য এটি শীতল ঘ্রাণের আতর। 

⚜️নোটস : উডি, আম্বার, রোজ, পাউডারি, সিট্রাস, ফ্লোরাল এবং হারবাল। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Kashmiri Oudh ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : উদের সাথে জাফরানের মিশ্রনে চমৎকার কড়া ঘ্রাণের শক্তিশালী ইম্প্রেশন সৃষ্টিকারী অনন্য দীর্ঘস্থায়ী আতর “কাশ্মীরি উদ”। “কাশ্মীরি উদ” ইন্দ্রিয় জগতে বিস্ময়ের ঝড় তুলতে পারে। এই আতরের সৌরভ সতেজতা ও উচ্ছ্বাস ছড়ানোর মতো মোহনী শক্তিকে নতুনভাবে সংযোজিত করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। এর ক্ষেত্রে মিষ্টতা কম তবে এটা আপনার সলিড ও আকর্ষণীয় ব্যক্তিত্বের পরিচয় ফুটিয়ে তুলতে অব্যার্থ। ইন্ডিয়ান উদ গুলোর মাঝে “কাশ্মীরি উদ”-এর চাহিদা বরাবরই একটু বেশী। এর সতন্ত্র সুঘ্রান, আমেজ ও নোট গুলোই এর জন্য দায়ী। বেছে বেছে এক গাদা অউদের মাঝে এই “কাশ্মীরি উদ”-কেই প্রাধান্য দিতে দেখা যায় অনেক উদ প্রেমীদের। স্মেলটি শায়খ সমাজে কর্পোরেট জগতের তুলনায় বেশি জনপ্রিয়তা রাখে। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Arbian Oudh ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : “এরাবিয়ান উদ” নামটার মধ্যেই যেমন একটা আভিজাত্য আছে, তেমনি আভিজাত্যময় এর ঘ্রাণ। অন্য এরাবিয়ান পারফিউমের সেই রাজকীয় আভিজাত্য এর মধ্যেও বর্তমান। যারা সামান্য কড়া এবং মিষ্টি ফ্লেভারের আতর পছন্দ করেন “এরাবিয়ান উদ” তাদের খুবই ভালো লাগবে। নিজেকে আপ্লুত করে রাখার জন্য এর চেয়ে উত্তম পারফিউম আর হতে পারে না। “এরাবিয়ান উদ” বাংলাদেশের আলিম-উলামাদের মাঝে খুবই জনপ্রিয়। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Black Oudh ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : মধ্যপ্রাচ্যের দেশগুলোতে “ব্ল্যাক উদ” বেশ জনপ্রিয় এক নাম। এই আতর টা সবিশেষভাবে পুরুষদের জন্য হলেও মধ্যপ্রাচ্যের মহিলাদের মধ্যেও এর ব্যাপক প্রচলন লক্ষ্য করা যায়। ঘ্রাণটা অনেকটা কড়া ক্যাপ খুলতেই শুরুতে তামাক পাতার জর্দার মতো একটা ঝাঁঝালো ঘ্রাণ টুপ করে নাসিকারন্ধ্রে ঢুকে পড়ে। তবে উদের মজাই এটা যে, আস্তে আস্তে ঠান্ডা ও কোমল হতে থাকে এবং ঘ্রাণ ছড়াতে থাকে বহুদূর পর্যন্ত। লংলাস্টিং, এরাবিয়ান ঘরানার একটি পারফিউম অয়েল “ব্ল্যাক উদ”। খুবই চমৎকার একটি ফ্লেভার চারিপাশে এরাবিয়ান আবহাওয়া ছড়িয়ে দেয়। আতরটির স্থায়িত্ব অনেক বেশি। ঢলঢলে সিল্ক এবং সুতি কাপড়ে বেশ লম্বা সময় ধরে টেকে ঘ্রাণটা। এটা আম্বার, টনকা এবং ভ্যানিলার একটা সেন্সুয়াস বেইজ। এরাবিয়ান ঘ্রান বা উদ যারা পছন্দ করেন, তাদের জন্য উত্তম পছন্দ হতে পারে “ব্ল্যাক উদ”। আতরটিআলিম-তালিবে ইলম ও দ্বীনি পরিবেশের যে কারো সাথে মানানসই হবে। 

⚜️নোটস : ব্ল্যাক পেপার, এলাচ, উদ, চন্দন, দেবদারু কাঠ, প্যাচৌলি, ভেটিভার্ট, অ্যাম্বার, টনকা এবং ভ্যানিলা। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Gilaf-E-Kaba ⚜️⚜️⚜️⚜️⚜️  

⚜️বর্ণনা : কেউ বলে “মাস্ক আল কাবা” কেউ বলে “আতর আল কাবা” কেউ বলে “গিলাফে কাবা”, যে যাই বলুক! এই আতরের নাম শুনলে বুঝার আর বাকি থাকে না যে, আতরটির সম্পর্ক কিসের সাথে। তাওয়াফ করতে আসা হাজারো লোকের ঘামের দুর্গন্ধ নাকে না পৌঁছে যে, শুভ্র-সুন্দর, কোমল, আধ্যাত্মিক সুগন্ধ তাওয়াফকারীদেরকে সারাক্ষণ বিভোর করে রাখে; সেই সুগন্ধ মূলত আসে পবিত্র কাবা শারীফের চারপাশ থেকে। পবিত্র কাবা শারীফের গিলাফে যেই আতর ব্যবহার করা হয়, গিলাফে কাবার ঘ্রাণ প্রায় কাছাকাছি। যারা হজ্জ বা উমরাহ করতে গিয়েছেন উনারা ভালো বলতে পারবেন। নষ্টালজিক হবার মতো সুগন্ধী। রাজকীয় তথা আরবের আমেজ সৃষ্টি করতে সক্ষম “গিলাফে কাবা”। এই সুগন্ধীর মায়া যে ঠিক কতটা তা বুঝানো সত্যিই দুস্কর। এই সুগন্ধির  বিস্ময় কিন্তু এখানেই। “গিলাফে কাবা”-এর সুঘ্রাণ নাকে আসার সাথে সাথে পবিত্র স্থান কাবার অদ্ভুত অনুভুতি চলে আসে মনে। সব সময় ব্যবহারোপযোগী একটি আতর “গিলাফে কাবা”। “গিলাফে কাবা” পুরোপুরি এরাবিয়ান ধাচের ঘ্রাণ। যেকোনো ঋতুতে, অফিস কিংবা বাসা, মসজিদ কিংবা দাওয়াতে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। 

⚜️নোটস : চন্দন, গোলাপ, উদ এবং আম্বার। 


⚜️⚜️⚜️⚜️⚜️ White Oudh ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : বিশ্বজয়ী উদ আতরের লাইট টাইপ “হোয়াইট উদ”। অদ্ভুত এক পবিত্র ভাব চলে আসে ঘ্রাণ নিলে। উদ ওয়েলের সাথে অন্যান্য প্রাকৃতিক উপাদান মিশিয়ে তৈরি করা হয় এই আতর। আতরের জগতে “হোয়াইট উদ” অন্যতম এক্সপেন্সিভ আতর এবং বিশ্বজুড়ে পুরুষদের কাছে সমাদৃত। পুরুষরা প্রকৃতিতে বিজয়ী। তারা শক্তিশালী, সাহসী। শারীরিক, মানসিক এবং আত্মিক দিক থেকে শক্তিশালী। তাই বলে তারাও যে সেরা হতে চায় না সেটা বলা স্রেফ ভাঁওতাবাজি হবে। এবং তাদের যে কোনো সার্কেলের লিডার তাদেরকে হতে সাহায্য করবে নতুন সুগন্ধি “হোয়াইট উদ”। এই সুগন্ধির স্রষ্টারা একটা ছোট বোতলে সেই সমস্ত কিছু জড়ো করতে চেয়েছেন যা একজন সত্যিকারের পুরুষ খুঁজছেন এবং তার প্রয়োজন। পুরুষদের জন্য অন্যান্য যে সকল পারফিউম অয়েল যেভাবে প্রস্তুত হয় “হোয়াইট উদ”-এর গঠনটা তেমন মনে নাও হতে পারে অনেকের কাছে এবং নতুন ধাঁচের লাগতে পারে। তবে বিশ্বাস করুন, এটা অ্যালকোহল কোলোনের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য। আপনার এই সুবাসটা এক মুহূর্তেই হারিয়ে যাবে না। পুরোটা ব্যস্তসমস্ত এবং সক্রিয় দিন জুড়ে আপনাকে নিঃসঙ্গ ছেড়ে যাবে না। জিমে, ব্যবসায়িক আলোচনায় কিংবা বন্ধুদের সাথে মিটিং— যেকোনো সময় “হোয়াইট উদ” আপনার বন্ধু এবং পার্টনার, আপনার দ্বিতীয় “আমি”। যে মানুষটি একবার এই আতরটা কিনবে এবং চেখে দেখবে, এরপরে আর কখনও তার থেকে আলাদা হতে চাইবে না। স্থায়িত্বের দিক থেকে উদের যে কোনো টাইপ সবসময়ই এগিয়ে। উদ বেসড সুগন্ধীগুলোর মধ্যে, হয়তো এটিই একমাত্র জিনিস, যেটাকে পুরুষদের সাথে সাথে নারীরাও পছন্দ করেন। ছোট থেকে বড় সবার পছন্দের তালিকার একটা বড় অংশ জুড়ে জায়গা দখল করে রেখেছে এই “হোয়াইট উদ” আতরটি। কর্পোরেট টাইপের স্মেলের আতরটি সব জায়গায় ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ্। যারা অফিস, স্কুল, কলেজ কোন অনুষ্ঠান কিংবা বন্ধুদের আড্ডায় একটু ইউনিক টাইপের সুগন্ধি ব্যবহার করতে চান তাদের জন্য একটি পারফেক্ট চয়েজ হল হলো “হোয়াইট উদ”। পারফিউম ঘড়ানার এই আতরটি যে কোনো পরিবেশেই ব্যবহার করা যায়। আলিম-তালিবে ইলম ও প্র্যাক্টিসিং মুসলিমদের কাছে আতরটি বেশ সমাদৃত ও পছন্দনীয়। 

⚜️নোটস : গোলাপ, ফলের সুগন্ধ, তামাক, বার্গামট, দাভান্না, ফুলের তোড়া (জুঁই, প্যাচৌলি, গার্ডেনিয়া, উপত্যকার লিলি এবং জেসমিন) টোঙ্কা শিম, কস্তুরী, ওক মস, চন্দন, ভেটিভার, প্যাচৌলি। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Istanbul Rose ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : ইস্তাম্বুলের সবচেয়ে মূল্যবান গোলাপের একটির নাম ইস্তাম্বুল রোজ বা তুর্কি গোলাপ। “ইস্তাম্বুল রোজ” তৈরী হয় পারফিউম অয়েলে ইস্তাম্বুলের গোলাপের পাপড়ির সংমিশ্রণে। ঐতিহ্যগত পদ্ধতিতে স্যান্ডালউডে এটা পাতিত হয়। যা প্রক্রিয়া করতে অনেক দিন সময় নেয় এবং আতর পরিপক্ক হতে এবং উৎকৃষ্ট সুগন্ধ বের করতে আরও অনেক কিছু নেয়। নাম থেকে প্রস্তুত প্রণালী সবখানেই একটা বনেদি ভাব, তাই না? হবেই তো। অটোম্যান সাম্রাজ্যের শাসক মেহমেতের সময় এই সুগন্ধির প্রচলন হয়। আতরটা হালকা ঝাঁজালো এবং একই সাথে সুমিষ্ট। নন-এ্যালকোহলিক এই সুগন্ধিটা লং লাস্টিং আর ছড়ায় খুব, একদম মৌ মৌ করে চারপাশ। আপনি খুব সৌখিন মানুষ হলে আপনার গোসলের পানিতে যোগ করে দেখতে পারেন। অথবা ঘর সতেজ করার জন্য ব্যবহার করাও দুর্দান্ত। মেয়েরা তো ঘরের কাজকর্মের ব্যস্ততায় প্রায়ই ঘেমেনেয়ে সারা হয়ে যায়। তো যাদের শরীর ঘেমে প্রচুর দুর্গন্ধ হয় তারা “ইস্তাম্বুল রোজ”কে আপনাদের নিত্য সঙ্গী করে নিতে পারেন। 

আজই নিয়ে দেখুন আমাদের “ইস্তাম্বুল রোজ”। আপনি যদি গোলাপের সুগন্ধী প্রেমী হয়ে থাকেন, তাহলে এর প্রেমে পড়ে যাবেন নিশ্চিত। 

⚜️নোটস : ইস্তাম্বুল রোজ, চা গোলাপ, জেরানিয়াম এবং কস্তুরী। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Shahi Oudh ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : সুগন্ধী জগতের প্রাচীন এবং অতি সুপরিচিত আতরের নাম হচ্ছে “শাহী উদ”। এই আতর টি চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। অতি জনপ্রিয় একটি ফ্লেভার যা প্রায় সব ধরণের এবং সব বয়সের ঘ্রাণ প্রেমীদের পছন্দের তালিকায় বহু আগে থেকেই জায়গা করে নিয়েছে। আর তাই সকল নামি দামি ব্র্যান্ডের লেভেলে, এ ফ্লেভারটি আজ কমন। কারণ একটাই, এর আকাশ চুম্বি চাহিদা। নিজেদের কালেকশনে রাখার মত একটি সম্পদ, শুদ্ধতম এক নিখাঁদ ভালোবাসার নাম “শাহী উদ”। রাজ্যের সব রূপ ধারণ করে বসে আছে, এমনি এমনি কি সে “শাহী” খেতাব নিয়েছে? খাঁটি উদ এবং মিষ্টি শক্তিশালী উডি স্মোকি ভেটিভেরি সুগন্ধের সমৃদ্ধ এক আতর “শাহী উদ”। আতর এর মিশ্রণটি একটি উষ্ণ এবং মাথার মধ্যে জেঁকে বসে নেশা ধরানো সুগন্ধ তৈরি করে। যা বেশ তাজা এবং সেনসুয়াল উভয়ই। ঘ্রাণটা ধিমিধিমি লয়ে ফুটে উঠে এবং হার্ট নোটে গিয়ে বিকশিত হতে থাকে। এই আতরটায় সুইট লেদার, স্পাইসি ভাব এবং প্রচন্ড রেজুভিনাল করার মতো একটা ঘ্রাণ আছে, যা আপনাকে বিমোহিত করে তুলবে। মেয়েরা সবসময় সফট এন্ড সুইট টাইপ ঘ্রাণ পছন্দ করেন। মূলতঃ এটা পুরুষদের জন্য হলেও সুইট টাইপ হওয়ায় নারী পুরুষ উভয়েই এই আতরটা ব্যবহার করেন। যারা সামান্য কড়া এবং মিষ্টি ফ্লেভারের আতর পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে। যারাই একবার ঘ্রান নিয়েছেন ভালো না লেগে থাকতে পারেনি। সবার মনকে জয় করে নিয়েছে এই “শাহী উদ”। একবার ব্যবহার করলে প্রেমে পড়ে যাবেন এই “শাহী উদ” আতরের ইনশাআল্লাহ্। আর এটা স্থায়ী থাকে ঘন্টাব্যাপী। অবশ্য ব্যবহারের উপর স্থায়িত্বের সময় নির্ভর করে। 

⚜️নোটস : পিঙ্ক পেপার, লেবু এবং সিসিলিয়ান বার্গামট, সিডার, অ্যাঞ্জেলিকা, জাফরান, অ্যাম্বার, গোলাপ, স্যান্ডালউড, কস্তুরী এবং উদ। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Aseel Al Arab ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : এরাবিয়ান ঘরানার মধ্যে আরেকটি জনপ্রিয় সুগন্ধী হলো “আসিল আল আরব”। Assel (أسيل) মানে হচ্ছে original, authentic, genuine, pure। অর্থের সাথে ঘ্রাণের শতভাগ মিল পাবেন। এই জিনিস খারাপ লাগা মানে আপনার ঘ্রাণ অনুভূতি আর দশজন স্বাভাবিক মানুষের মতো না। এযাবৎকাল ১জন ক্রেতাও আসিলকে অপছন্দ করেনি। আতর টাইপের ঘ্রাণ। মিষ্টি, তবে খুব বেশি ঠান্ডা মেজাজের না। চারিদিকে বেশ ভালোই ঘ্রাণ ছড়ায়। পছন্দ করার মতো একটি সুগন্ধী “আসিল আল আরব”। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Hajare Aswad ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : “হাজরে আসওয়াদ” নামটা যেমন পবিত্র, এই পারফিউমের সুবাস আপনার মনের মধ্যে তেমন একটা পবিত্র অনুভূতি এনে দেবে। ঝাঝালো ও তীব্রতার মিশ্রনে মনভোলানো ঘ্রান। কাজে কর্মে ফোকাস করতে সহায়তা করবে। এরাবিয়ান সুগন্ধী যারা পছন্দ করেন, এই আতরটি তাদের ভালো লাগবে। “হাজরে আসওয়াদ” আতরটি যে কোনো পরিবেশেই ব্যবহার করা যায়। আলিম-তালিবে ইলম ও প্র্যাক্টিসিং মুসলিমদের কাছে আতরটি বেশ সমাদৃত ও পছন্দনীয়। 

⚜️নোটস : ড্রাই আম্বার, তাইফ রোজ, এনিমেলিক একর্ড, ব্ল্যাক মাস্ক। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Musk At Tahara ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : “মাস্ক আল তাহারা” যার নাম প্রত্যেকটি সুগন্ধী প্রেমী মানুষের কাছে পরিচিত। এই সুগন্ধি টি মানুষের মনে জায়গা করে নিয়েছে এর সুবাস, এর ঘনত্ব এবং এর ক্রিমিনেস এর জন্য। এর স্মেল টা একদমই হালকা। হালকা বলতে শিমুল তুলা থেকেও হালকা। আপনি শরীরে লাগাবেন আর হাওয়ায় উড়বেন। “মাস্ক আল তাহারা” মাখনের মতো ঘন ও বেশ আঠালো পদার্থে তৈরি। এটি আঠালো হওয়ায় স্কিন বা কাপড়ে চুম্বকের মতো খুব সহজেই লেগে থাকে ফলে এর মন ভোলানো মিষ্টি ও ফ্লোরাল টাইপের ফ্র‍্যাগরেন্স দীর্ঘসময় পর্যন্ত ইথারে ভেসে বেড়ায় আপনাকে কেন্দ্র করে। লিলি, ভ্যানিলা এবং ভায়োলেট ফুলের হালকা কিন্তু মন জয় করা কোমল পরশ নিয়ে শুরু হয় মাস্ক আল তাহারার যাত্রা। এটি ক্রিমি এবং লোশন-টাইপ হওয়ায় প্রতিবার ব্যবহারে ত্বক পায় সুখানুভূতির আলতো ছোঁয়া। ছোট্টবাবুরা যেমন বড় হয়ে যায় খুব দ্রুত, এই ব্লেন্ডটাও রূপ বদলাবে ঘণ্টাখানেক পরেই, তখন কস্তুরির স্নিগ্ধ সুবাসের পাশাপাশি টের পাওয়া যাবে পদ্মফুলের পাপড়ি আর মধুর মিষ্টি মোলায়েম স্পর্শ। এরপর যতক্ষণ কাপড়ে থাকবে, ক্ষণে ক্ষণে হালকা মিষ্টি রেশ ছড়িয়ে যাবে ইথারে! মাস্ক আল তাহারা শুধুমাত্র একটি পারফিউমের নাম নয়, তাঁর চেয়েও বেশি কিছু। এর সাথে জড়িয়ে আছে হাজারো স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে। এর পাউডারি সাদা কস্তুরীর সুগন্ধ প্রচলিত পারফিউমের চেয়ে বেশি শক্তিশালী, কারণ এর ঘ্রাণ কখনই জল এবং অ্যালকোহলের সাথে মিশে হ্রাস পায়না। প্রতিটি ফোঁটা আপনাকে ফুলের নোট, উষ্ণ ভ্যানিলা এবং কস্তুরীর গন্ধে আন্দোলিত করবে। দিন শেষে “মাস্ক আল তাহারা”কে একটা মাস্ট ট্রাই আইটেম বলাই যেতে পারে। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Black Rose Oudh ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : আভিজাত্যপূর্ণ কালো গোলাপের নির্যাসমিশ্রিত মনকাড়া সুগন্ধী “ব্ল্যাক রোজ উদ”। নারী-পুরুষ উভয়ের ব্যবহারোপযোগী। উষ্ণ, গভীর এবং উডির মতো মনোরম সুগন্ধযুক্ত ও দীর্ঘস্থায়ী। আপনার মন প্রফুল্ল ও আনন্দদায়ক করতে যেকোনো মৌসুম ও দ্বীনি পরিবেশে আতরটির জুড়ি মেলাভার। আলিম-তালিবে ইলম ও প্র্যাক্টিসিং মুসলিমদের কাছে এ আতরটি বেশ সমাদৃত ও পছন্দনীয়। 

⚜️নোটস : উদ, ড্রাই আম্বার, তাইফ রোজ, কস্তুরি। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Irani Bakhur ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : “ইরানী বাখুর” মানে আরো একধাপ উপরের ভালোবাসা। আরব্য সুঘ্রাণের সাথে কিছুটা ভিন্নতা রাখে “ইরানি বাখুর”। বাখুর সুগন্ধি যারা পছন্দ করে তাদের কাছে ইরানী বাখুর অবশ্যই ভাল লাগবে ইনশাআল্লাহ্‌। আগরকাঠের টুকরো গুলোকে বেলীফুল ও উদ (চন্দন) কাঠের নির্যাসে দীর্ঘক্ষণ ভিজিয়ে রেখে যে কড়া ধাঁচের মিষ্টি ঘ্রাণ তৈরী হয় তারই পোশাকি নাম “ইরানি বাখুর”। আতরটায় একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য পাবেন। “ইরানি বাখুর” এর আসল সৌন্দর্য তার অনন্য ঘ্রাণে। আতরটির জোরালো ঘ্রাণ অনেক সুগন্ধি থেকেই এটাকে আলাদা করে রাখবে। “ইরানি বাখুর” একটু কড়ার মধ্যে মিষ্টি ঘ্রাণ, লং লাস্টিং ও স্পাইসি সুগন্ধী, সাথে রহস্য-রোমাঞ্চের রাজ্য পারস্যের (আধুনিক ইরান) মধ্যে অবাধ বিচরণ, “ইরানি বাখুর”-কে করে তুলেছে অনন্য। আশে পাশে ছড়িয়ে যাবে বাখুরের সুন্দর ঘ্রাণ। সকল আলিম-তালিবে ইলম ও প্র্যাক্টিসিং মুসলিমদের  জন্য বেশ মানানসই “ইরানী বাখুর” আতরটি। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Cool Water ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : সুগন্ধী প্রেমীদের অন্যতম ভালবাসার আতর “কুল ওয়াটার”। ঠাণ্ডা-মিষ্টি ঘ্রাণে ভরা “কুল ওয়াটার” রিফ্রেশমেন্ট ও সব সময় ব্যবহারের জন্য বেস্ট। আতরটা কাপড়ে এ্যাপ্লাই করার আগেই জাস্ট হাতে নিলেই টের পাবেন যাদু। মুহূর্তেই আপনার প্রত্যেকটি ইন্দ্রিয় “কুল ওয়াটার”-এর সুশীতল হারবাল ফ্রেশনেসে আন্দোলিত হবে। তাছাড়া, সব জায়গায় ব্যবহারের জন্য পারফেক্ট পারফিউম টাইপ আতর এটিই। তাই, পারফিউম টাইপ স্মেল যারা পছন্দ করেন তারা নিঃসন্দেহে ট্রাই করতে পারেন। আপনাকে মোহনীয় করে রাখার মতো একটি সুগন্ধী। কর্পোরেট ঘরানার এই পারফিউম যেকোনো ফরমাল জায়গায় ব্যবহার উপযোগী। দীর্ঘস্থায়ী সতেজতার অনুভূতি অনুভব করুন “কুল ওয়াটার” সুগন্ধীর সাথে এবং আপনাকে এবং আপনার আশে পাশের ব্যক্তিদেরকে স্বাচ্ছন্দ্যময় ও সতেজ মনে করাবে “কুল ওয়াটার” সুগন্ধিটি। যারা হালকা সুগন্ধি ব্যবহারে অভ্যস্ত এবং হাজার ব্যস্ততা আর ছুটে চলার মাঝেও নিজেকে দিনভর সতেজ রাখতে চান “কুল ওয়াটার” সুগন্ধী তাদের জন্য। 

⚜️নোটস : সি ওয়াটার, রোজমেরি, ধনে, পুদিনা, সবুজ তৃণ, জেরানিয়াম, নেরোলি, জুঁই এবং ল্যাভেন্ডার, ওকমস, কস্তুরী এবং চন্দন। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Jannatul Firdaus ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : “জান্নাতুল ফিরদাউস” নামটা শুনতেই কেমন একটা পবিত্রতা কাজ করে। প্রত্যেকটা মুসলমানের ভেতরেই “জান্নাতুল ফিরদাউস” লাভের এক সুপ্ত বাসনা থাকে। যদিও এই কলিযুগে পঙ্কিলতার মধ্যে ডুবে থাকা আমরা কতোটা জান্নাতে যাবার উপযুক্ত আমরা নিজেরাও জানি না। এরাবিয়ান ঘরানার আতর “জান্নাতুল ফিরদাউস” বারবার যেন সেই মহান নি‘আমাত জান্নাতের কথা মনে করিয়ে দেয়। ভাবনায় এমনটা আসে, যেন জান্নাতের ওপর রহমাতের এক ফোঁটা হয়তো গায়ে এসে লাগছে। রংটাও তার জান্নাতী— গাঢ় সবুজ। রংটা যেমন সুন্দর তেমনি একটা মজাদার অনুভূতিও হয় রংটা দেখলে। ধনে পাতা বা পুদিনা পাতা পিষলে যে গাঢ় সবুজ রঙ দেখা যায় মনে হয় যেন ওই রংটা কেউ এসে আতরে মিশিয়ে দিয়েছে। চোখ ও মনের স্বাস্থের জন্য বিশেষ উপকারী রংটা। আর ঘ্রাণ! সুবহানাল্লাহ্, কি যে রিফ্রেশিং মনোলোভা ঘ্রাণ। একবার ব্যবহার করেই দেখুন না! যেখানেই যাবেন সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যাবে এই ক্লাসিক, ঐতিহ্যবাহী সুগন্ধীর ঘ্রাণে। এই মাস্কি আতরটা স্ট্রং এবং দীর্ঘস্থায়ী। বয়সের তারতম্যে মানুষের পছন্দে ফারাক আসলেও এই আতরটাকে কেউই ‘না’ করতে পারবে না। 

⚜️নোটস : জেসমিন, গোলাপ, গার্ডেনিয়া, কস্তুরী এবং আম্বার। 


⚜️⚜️⚜️⚜️⚜️ D-Love ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : পারফিউম টাইপ আতরের মধ্যে সবচেয়ে বেশি সমাদৃত যে আতরটি সে আতরটির নাম “ডি লাভ”। প্রিয় নাবীজি {ﷺ} নারী ও পুরুষ উভয়কেই সুগন্ধি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। এই হালকা মিষ্টি ঘ্রাণের পারফিউম টাইপ সুগন্ধীটি সবার জন্য ব্যবহারোপযোগী এবং যেকোনো পরিবেশে মানানসই একটি আতর। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Salma ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : খুবই মিষ্টি ও মনোমুগ্ধকর একটি ঘ্রাণ যা দীর্ঘক্ষণ ঘামের দুর্গন্ধ প্রতিরোধ করে আপনার মন মাতিয়ে রাখবে। যুবকদের মধ্যে চকলেট ফ্লোভারের আতর বেশ জনপ্রিয়। “সালমা” মিডিয়াম চকলেটি ফ্লেভারের মিষ্টি সুবাসের আতর। সব সময় ব্যবহারের জন্য পারফেক্ট। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Rajnigandha ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : রজনীগন্ধা ফুলের নির্জাস থেকে তৈরি মিষ্টি ও মনকাড়া সুগন্ধী “রজনীগন্ধা” আতর। “রজনীগন্ধা” আতরটি ব্যবহারে শরীর ও মনের ক্লান্তি এবং স্ট্রেস দূর করে, মন-প্রাণ তাজা ও সতেজ থাকে এবং পোশাকে যোগ হয় মনোরম ঘ্রাণ যা আকৃষ্ট করে চারপাশের সবাইকে। “রজনীগন্ধা” আতরটি ব্যবহারের মাধ্যমেই না হয় শুরু করুন আপনার সুগন্ধী ব্যবহারের যাত্রা। স্বল্প মূল্যে আমাদের নিকটেই পাচ্ছেন এই চমৎকার আতরটি। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Kancha Beli ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : বেলি ফুলের প্রাকৃতিক ঘ্রাণ সমৃদ্ধ বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত ও সবচেয়ে বেশি ব্যবহৃত আতর বলা যায় “কাঁচা বেলি” আতরকে। এখনও জুম‘আর দিনে বা ঈদের ময়দানে গেলেই এই সুবাস পাওয়া যায়। যারা বেলি ফুলের ঘ্রাণ পছন্দ করেন বা ছোটবেলার প্রিয় পারফিউমের ঘ্রাণ সংগ্রহে রাখতে চান, তারা এই সুগন্ধী পছন্দ করতে পারেন। বেলি ফুলের আকর্ষণীয় এবং রিফ্রেশিং ঘ্রাণ পাবেন আমাদের এই “কাঁচা বেলী” আতরে। মধ্যবয়স্ক ও বয়স্ক লোকজন সাধারণত এটি বেশি পছন্দ করেন। পোশাক এবং ত্বক উভয় ক্ষেত্রে ব্যবহারোপযোগী তবে পোশাকে ব্যবহার করা উত্তম। 


⚜️⚜️⚜️⚜️⚜️ Gule Laila ⚜️⚜️⚜️⚜️⚜️ 

⚜️বর্ণনা : গুলে লাইলা একটি সমৃদ্ধশীল বিখ্যাত আতর। যেটি বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মুসলমানদের মধ্যে খুবই জনপ্রিয় যুগ যুগ ধরে। বিশেষ করে বয়ষ্কদের মাঝে। গুলে লাইলা একটি মিষ্টি ফ্লেভারের আতর যা একবার ব্যবহারে কাপড় ধোয়া পর্যন্ত ঘ্রান থাকবে ইনশাআল্লাহ্। বেশ কড়া ও মিষ্টি একটা আতর। কম করে মাখলেও যথেষ্ট। 

⚜️ আতর গুলোর প্রজেকশান : ৩ থেকে ৫ ফিট দূরত্ব পর্যন্ত আতরটির সুঘ্রাণ ছড়াবে ইনশাআল্লাহ। 

⚜️ আতর গুলোর কোয়ালিটি এবং লংজিভিটি : কোয়ালিটি ও লাস্টিং নিয়ে চিন্তিত হতে হবে না ১০/১২ ঘণ্টা তো অনায়াসে এর গাঢ় ঘ্রাণটা টিকে থাকে। নরমাল স্থায়িত্ব সুতি ফেব্রিকে ৭২ ঘণ্টা এবং স্থায়ী হবে ইনশাআল্লাহ। কাপড়ের ধরন ও আবহাওয়ার উপর ভিত্তি করে লংজিভিটি ও প্রজেকশান কিছুটা কম-বেশি হতে পারে। ব্যবহারের পর ওয়াশ করা না হলে ২-৩ দিন পর্যন্ত সুতি কাপড়ে ঘ্রাণটা লেগে থাকে, ইনশাআল্লাহ্। 

⚜️ আতর গুলোর ক্রিয়া-বিক্রিয়া : 

১. যেকোনো আতর অসংখ্য রাসায়নিক অনুর সমষ্টি। আলো, বাতাস, পানি ইত্যাদি নিয়ামক ও উপাদানের সাথে আংশিক বা পরিপূর্ণ বিক্রিয়া করতে পারে। 

২. প্রাকৃতিকভাবে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার কারনে আতরের ঘ্রাণ, রঙ ও স্থায়িত্ব পরিবর্তন হতে পারে। 

৩. দীর্ঘদিন ব্যবহারের জন্য অন্ধকার স্থানে সংরক্ষণ করুন। পানি ও বাতাসের স্পর্শ মুক্ত রাখুন। 

⚜️ ডিভাইসের ব্রাইটনেস, ফটোগ্রাফির সময় আলোর রিফ্লেকশান, ফটো এডিটিং ইত্যাদি কারণে ছবির সাথে বাস্তবের খুব সামাণ্য পার্থক্য থাকতে পারে। 

⚜️ পরিমাণ : প্রতিটি আতর ৩ মিলি সদৃশ্য রোল অন বোতলে পরিবেশন করা হয়। 

⚜️ আমাদের থেকে কেন ক্রয় করবেন❓ 

✅ ১০০% অ্যালকোহল ক্ষতিকর পদার্থ মুক্ত, 

✅ ১০০% হালাল ও অরিজিনাল আতর, 

✅ ১০০% বিশুদ্ধ এবং নির্ভেজাল আতর, 

✅ গুণগত মান সম্পন্ন পণ্য, 

✅ সাশ্রয়ী মূল্যে ব্র্যান্ডেড আতর, 

✅ প্রত্যেকটি ইমপোর্টেড আতর, 

✅ দেশের প্রতিটি জেলা এবং উপজেলায় পণ্য ক্যাশ অন ডেলিভারি করা হয়। 

💝এই প্রতিষ্ঠানের প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য থেকে একটি অংশ অসহায় ইয়াতিম ও দরিদ্র মানুষের সেবায় দান করা হয়।💝 

⚜️ পণ্য অর্ডার করতে ইনবক্সে আপনার নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দিন অথবা পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন : 

⚜️ FB: Tibbe Ilahe And Tibbe Nawabi 

⚜️ E-mail : tibbeilaheandtibbenawabiherbal@gmail.com 

⚜️ WhatsApp : +8801700956103. 

📍বিঃদ্রঃ যেকোনো পরামর্শ, অভিযোগ অথবা পণ্য অর্ডার করতে আমাদের ফেসবুক পেইজ, ওয়েব সাইট, ই-মেইল, হোয়াটসঅ্যাপ এবং নিজস্ব সেলার এর মাধ্যমে যোগাযোগ করুন। আমরা দীর্ঘদিন যাবত বিশ্বস্ততার সঙ্গে শুধুমাত্র অনলাইনে পণ্য বিক্রয় করে থাকি, আমাদের কোথাও কোনো শো-রুম নেই। অতএব উক্ত ঠিকানা ব্যতিত অন্য কোথাও থেকে পণ্য ক্রয় করে প্রতারিত হলে, কর্তৃপক্ষ দায়ী থাকবে না। 

#হালাল #আতর #খাঁটি #পণ্য #pure #attar #popular #brands #attar #best_attar #perfume #attarcollection #halal #attaroil #islamic #products #attarlover #attarshop #bd #ittar #perfumecollection #Attar_store #bangladesh #attar_lover #tibbeilaheandtibbenawabi 


🔶পবিত্র রমযান মাসে মৃত্যুবরণের ফাযীলাত।🔶

🔶পবিত্র রমযান মাসে মৃত্যুবরণের ফাযীলাত।🔶 


#মাহে #রমজান #মৃত্যুবরণ #এর # ফজিলত #mahe #Ramadan #FADILAH #hadithoftheday #ramadan2023 #death #in #Ramzan #Fazilat #sawab #hadithreminder #ramadankareem #festivalseason #hadithquotes #ramadanvibes #hadithoftheprophet #ramadanmubarak2023 #tibbeilaheandtibbenawabi

🔶পবিত্র রমজান মাসে রাত্রি জাগরণ করে ইবাদাত করার ফাযীলাত।🔶

🔶পবিত্র রমজান মাসে রাত্রি জাগরণ করে ইবাদাত করার ফাযীলাত🔶 


মাহে #রমজান #রাতে #ইবাদত #ফজিলত #মাহে #রমজান #mahe #Ramadan #night #ibadat #FADILAH #hadithoftheday #ramadan2023 #fastingandprayer #ramadankareem #festivalseason #hadithquotes #hadithreminder #ramadanmubarak2023 #ramadanvibes #hadithoftheprophet #tibbeilaheandtibbenawabi
 
back to top