🔶 তিব্বে ইলাহী শাহী সোপ [অর্গানিক হ্যান্ডমেড সোপ] 🔶

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️ ﷽ ⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️ 

দাগহীন, ব্রন মুক্ত, কোমল ও উজ্জ্বল ত্বক সকলেরই কাম্য। ত্বকের যত্নের জন্য অন্যান্য প্রোডাক্ট সিলেক্ট করার বেলায় আমরা যতটা কনসার্ন থাকি সোপ কেনার সময় কি আসলেও ততটা মাথা খাঁটাই? না কিন্তু! কেমন হয়, যদি একটি সোপ ব্যবহার করেই ব্রণের দাগ, সানবার্ণ, কালচে ভাব এবং সানট্যান দুর করার মত কঠিন সব সমস্যার সমাধান মিলে? পাশাপাশি স্কিনকে ব্রাইট তো করছেই! 

যেকোন প্রোডাক্ট কেনার আগেই আমাদের মাথায় প্রথম যে কথাটি আসে তাহলো, এটি আমাকে স্যুট করবে তো! তাই না? তবে চিন্তার কোন কারণ নেই। ❝তিব্বে ইলাহী শাহী সোপ❞ সব ধরণের ত্বকের জন্যে স্যুইটেবল! 

এছাড়াও যাদের কমপ্লেইন থাকে, “আমার স্কিন সেনসিটিভ, কোন প্রোডাক্টই ব্যবহার করে শান্তি পাইনা”- তাদের জন্যেও এটি হবে একদম স্যুইটেবল এবং ব্যবহার করতে পারবেন প্রতিদিন নিশ্চিন্তে। তাছাড়া যাদের শরীরের কোথাও কোথাও কালচে দাগ রয়েছে তারাও সে সব স্থানে ঠিক একই ভাবে সোপটি ব্যবহার করতে পারেন। তার মানে এই না যে, পুরো শরীরে ব্যবহার করতে পারবেন না! চাইলে পুরো শরীরে ব্যবহার করতে পারবেন ইচ্ছা অনুযায়ী। 

মজার ব্যপার হল, সোপটিতে কিন্তু আলাদা করে কোন ধরণের রঙ ব্যবহার করা হয়নি। গ্লিসারিন, নানা ধরনের ভেষজ উপাদান ও জাফরান এক হয়ে এই সুন্দর রঙটি আসে। যারা অর্গানিক ভাবে ত্বকের যত্ন নিতে চান তারা ব্যবহার করে দেখতে পারেন। 

❝তিব্বে ইলাহি শাহী সোপ❞ তৈরি করা হয়েছে ১০০% হালাল মূল্যবান প্রাকৃতিক উপাদান দিয়ে। এই প্রাকৃতিক উপাদান গুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন কে, অ্যান্টি-এজিং, ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, রেটিনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ইত্যাদি উপকারি উপাদান  যা, ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়া নির্মূল করে। ত্বকের ইচিং বা জ্বালা-পোড়ার সমস্যা দুর করে স্কিনে একটি সুদিং এবং রিফ্রেশিং ফিল এনে দিতে সাহায্য করে। এছাড়াও বহু উপকারিতা রয়েছে, যেমন : 



⚜️ উপকারিতা : 

⚜️ ১. ত্বককে ডিপ ক্লিন করবে, 

⚜️ ২. ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে, 

⚜️ ৩. ত্বক নরম, কোমল ও মসৃন করবে, 

⚜️ ৪. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে, 

⚜️ ৫. ত্বককে ময়শ্চারাইজ করবে, 

⚜️ ৬. নিয়মিত ব্যবহারে ব্রণ ও ব্রণের দাগ দূর করবে, 

⚜️ ৭. রোদে পোড়া দাগ দূর করবে, 

⚜️ ৮. UV Rays থেকে ত্বককে সুরক্ষিত করবে, 

⚜️ ৯. সানটেন রিমুভ করবে, 

⚜️ ১০. কালো দাগ দূর করে, 

⚜️ ১১. চোখের নিচের কালো দাগ দূর করবে, 

⚜️ ১২. পিগমেন্টেশন দূর করে, 

⚜️ ১৩. ত্বক ন্যাচারাল ফর্সা করবে, 

⚜️ ১৪. ত্বকের রঙ সমান করবে, 

⚜️ ১৫. ত্বকের বাইরের ড্যামেজ হয়ে যাওয়া লেয়ার রিপেয়ার করবে, 

⚜️ ১৬. বলিরেখা কমায়, 

⚜️ ১৭. ত্বকের গর্ত/পোরস ডিপ ক্লিন করে পোরস টাইট করবে, 

⚜️ ১৮. ত্বকের আদ্রতা বজায় রাখবে, 

⚜️ ১৯. ত্বককে সতেজ ও হেলদি রাখতে সাহায্য করবে, 

⚜️ ২০. সব ধরণের ত্বকে ব্যবহার করা যাবে, 

⚜️ ২১. রাসায়নিকক্ষতিকর পদার্থ ও পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত, 

⚜️ ২২. প্রাকৃতিক হালাল উপাদান দিয়ে তৈরি তাই শিশু, ছেলে ও মেয়ে সকলে ব্যবহার করতে পারবে। 

⚜️ব্যবহারবিধি : এটি ব্যবহারের জন্যে তেমন আলাদা কোন নিয়ম কানুন নেই। স্বাভাবিকভাবেই আপনি যেই ফেইসওয়াশ বা ক্লিনজার ব্যবহার করেন তার পরিবর্তে এই সোপটি ব্যবহার করতে পারবেন। প্রতিদিন দিনে ঘুম থেকে উঠে ও রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে ব্যবহার করুন। সোপ ব্যবহার করার পূর্বে ত্বক পানি দিয়ে ভিজিয়ে নিন। সোপটি হাতে নিয়ে ফেনা তৈরি করবেন। এরপর ত্বকে লাগিয়ে দুই হাত দিয়ে ২ থেকে ৩ মিনিট জেন্টলি মাস্যাজ করবেন। এরপর নরমাল অথবা একদম হালকা কুসুম পানি দিয়ে ফেইস বা স্কিনকে ক্লিন করে নিবেন। সোপটি ব্যবহার করে মুখ ধোয়ার পর নিজেই পার্থক্য অনুভব করতে পারবেন, ইনশাআল্লাহ্। 

⚜️পরিমাণ : সুদৃশ্য বক্সে ১০০ গ্রাম ভেষজ সাবান। 

⚜️ নির্দেশনা : অর্গানিক সোপ গুলো কেমিক্যাল যুক্ত সাবানের মতো শক্ত নয়, সামান্য নরম হয়। এই সোপটি পানি দিয়ে ভেজাবেন না। 

⚜️ পার্শ্বপ্রতিক্রিয়া : কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। 

⚜️ সংরক্ষণ : ব্যবহারের পর শুষ্ক ও খোলা স্থানে রাখুন। 

⚜️ আমাদের থেকে কেন পণ্য ক্রয় করবেন❓ 

✅ ১০০% হালাল ও অর্গানিক পণ্য, 

✅ পার্শ্বপ্রতিক্রিয়া ও রাসায়নিক পদার্থ মুক্ত, 

✅ সাশ্রয়ী মূল্যে গুণগত মান সম্পন্ন পণ্য, 

✅ খাঁটি ও পরীক্ষিত পণ্য, 

✅ দেশের প্রতিটি জেলা এবং উপজেলায় পণ্য পৌঁছে দেয়া হয়। 

💝 এই প্রতিষ্ঠানের প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য থেকে একটি অংশ অসহায় অনাথ শিশু ও দরিদ্র মানুষের সেবায় প্রদান করা হয়। তাই আপনি এই পণ্যগুলোর যেকোনো একটি পণ্য ক্রয় করলে এই মহৎ কাজের অংশীদার হতে পারবেন। 💝 

⚜️ Authentic Products অর্ডার করতে ইনবক্সে আপনার নাম, মোবাইল নম্বর ও পূর্ণাঙ্গ ঠিকানা দিন অথবা বিস্তারিত জানতে যোগাযোগ করুন : 

⚜️ Website : www.tibbeilaheandtibbenawabi.com 

⚜️ Facebook (1) : Tibbe Ilahe And Tibbe Nawabi. 

⚜️ Facebook (2) : তিব্বে ইলাহী এবং তিব্বে নববী হারবাল। 

⚜️ Facebook (3) : Shahi Organic Products. 

⚜️ Instagram : tibbeilaheandtibbenawabi 

⚜️ E-mail : tibbeilaheandtibbenawabiherbal@gmail.com 

⚜️ YouTube : Tibbe Ilahe And Tibbe Nawabi Herbal. 

⚜️ Helpline : +8801700956103 (WhatsApp). 

🚛 হোম ডেলিভারি পলিসি : সারাদেশে প্রতিটি উপজেলায় থানা পর্যায়ে হোম ডেলিভারি দেয়া হয়। ডেলিভারি চার্জ সর্বনিম্ন ১৫০ টাকা। পণ্যের পরিমাণ বেশি হলে কুরিয়ার চার্জ বাড়তে পারে। পণ্য অর্ডারের একই দিনের মধ্যে ডেলিভারি করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে থাকি। অতঃপর কোনো কারণে যদি একই দিনে পণ্য সরবরাহে বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আমরা তা নিশ্চিত করে থাকি ইনশাআল্লাহ্। পণ্য বুকিংয়ের পর আপনার ঠিকানায় পার্সেলটি পৌঁছাতে ২—৩ দিন সময় লাগতে পারে। অর্ডার কনফার্ম করতে ডেলিভারি চার্জ অগ্রিম বিকাশ বা কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে। বাকি হাদিয়া পণ্য বুঝে নেয়ার পর ডেলিভারি ম্যানের নিকট দিয়ে দিবেন। কুরিয়ারে অসাবধানতা বশতঃ কাঁচের জার ভেঙ্গে যেতে পারে তাই কাঁচের জারে পণ্য বুক করা যাবেনা এজন্য মধু বা অন্যান্য অর্গানিক পণ্য প্লাস্টিকের জারে কুরিয়ার করা হবে। পণ্য হাতে পাওয়ার পর পণ্যের গুণগত মান অথবা মূল্য বা কোনো পরিবর্তন কিংবা পণ্যের মেয়াদ সম্পর্কিত কোন সমস্যা থাকলে অনুগ্রহ করে পণ্যটি কোনোরূপ ব্যবহার না করে পার্সেলটি ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করবেন। ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো প্রকার অভিযোগ বা অজুহাত গ্রহণযোগ্য হবে না। 

📍বিঃদ্রঃ যেকোনো পরামর্শ, অভিযোগ অথবা পণ্য অর্ডার করতে উল্লেখিত আমাদের ফেসবুক পেইজ, ইন্সটাগ্রাম, ওয়েব সাইট, ই-মেইল, হোয়াটসঅ্যাপ এবং নিজস্ব সেলার এর সাথে যোগাযোগ করুন। আমরা দীর্ঘদিন যাবত বিশ্বস্ততার সঙ্গে শুধুমাত্র অনলাইনে পণ্য বিক্রয় করেছি, আমাদের কোথাও কোনো শো-রুম নেই। অতএব উক্ত ঠিকানা ব্যতিত অন্য কোথাও থেকে পণ্য ক্রয় করে প্রতারিত হলে, কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমরা প্রতারনায় নয় প্রতিযোগিতায় বিশ্বাসী। 

❤️ ❝তিব্বে ইলাহী এবং তিব্বে নববী হারবাল❞ আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি অনন্য প্রতিষ্ঠান। ❤️ 

খাঁটি #জৈব #ভেষজ #পণ্য #হালাল #হারবাল #সাবান #উপকারিতা #অরিজিনাল #অর্গানিক #হ্যান্ডমেডসোপ #pure #organic #shahisoap #ayurvedic #handmadesoap #Herbal #soap #WeLoveMuhammadﷺ #organicsoap #skincare #handmade #soapbars #herbalsoap #Benefits #WeFollowMuhammadﷺ #organicskincareproducts #ayurveda #herbalsoap #OProphetMuhammadﷺMyParentsMyLifeAndMyPropertyAreAllSacrificedAtYourHolyFeet #naturalskincare #organicbeauty #healthyskin #WeAreUmmahOfMuhammadﷺ #beauty #halalproduct #organicskincare #handmadewithlove #skincare #herbaltreatment #organicproducts #halalshop #organiccare #healthylifestyle #skincareproducts #herbalism #cutegifts #herbalist #handcrafts #bestgiftitems #herbalife #trend #halalproducts #tibbeilaheandtibbenawabi

🔶 গুনাহগার উম্মাতগণের নাজাতের জন্য আল্লাহ্ ﴾ﷻ﴿-এর রাহে নিজেদের জান ক্বুরবানী দিলেন 🔶

তিন দিন হলো দো’জাহানের বাদশাহ্ নাবীগণের সরদার  হযরত মুহাম্মাদ রাসূলুল্লাহ্ {ﷺ} মাদীনাতে নেই। কেউ জানেনা নাবীজি {ﷺ} কোথায়। 


দ্বিতীয় খলীফা সাহাবী সাইয়িদুনা হযরত উমার ফারুক্ব {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎} মুক্ত তরবারী হাতে ঘোষণা দিলেন,—❝যদি রাসূলুল্লাহ্ {ﷺ}-এর কোনো কিছু হয়, তবে আমি উমার বলছি, মাক্কাহ্’র একটা মুনাফিকও আস্ত শরীরে থাকবে না।❞ 

এদিকে প্রথম খলীফা সাহাবী সাইয়িদুনা হযরত আবু বাকার সিদ্দীক্ব {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎} বললেন,—❝থামো ভাই! চলো নাবীজি {ﷺ}-এর তালাস করি।❞ 

অতঃপর দুইজনে মাদীনা থেকে মাক্কাহ্ শারীফের উদ্দেশ্যে রওনা হলেন। মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন। একটু দূরে দেখলেন এক রাখাল দাড়িয়ে আছে। 

সাইয়িদুনা হযরত আবু বাকার সিদ্দীক্ব {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎} ও সাইয়িদুনা হযরত উমার ফারুক্ব {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎} রাখালকে জিজ্ঞেস করলেন,—❝তুমি কি মুহাম্মাদ {ﷺ}-কে দেখেছ?❞ 

রাখাল উত্তরে বললো,—❝আমি মুহাম্মাদ {ﷺ}-কে চিনি না এবং আপনাদেরও চিনি না। তবে ঐ পাহাড়ের উপরে একজন লোক ❝ইয়া উম্মাতি❞ (হায় আমার উম্মাত), ❝ইয়া উম্মাতি❞ বলে কাঁদছেন।❞ 

সাইয়িদুনা হযরত আবু বাকার সিদ্দীক্ব {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎} ও সাইয়িদুনা হযরত উমার ফারুক্ব {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎}-এর বুঝতে বাকি রইল না ঐ লোক আর কেউ নয়, দয়াল নাবীজি হযরত মুহাম্মাদ {ﷺ}। 

রাখাল আবার বললো,—❝লোকটির সাথে সাথে আমার সব উট, ভেড়াগুলোও কাঁদছে আর খাওয়া বন্ধ করে দিয়েছে। আপনারা উনাকে নিয়ে যান তা না হলে আমার সব উট, ভেড়াগুলো কাঁদতে কাঁদতে মরে যাবে।❞ 

সাইয়িদুনা হযরত আবু বাকার সিদ্দীক্ব {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎} ও সাইয়িদুনা হযরত উমার ফারুক্ব {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎} পাহাড়ে গিয়ে দেখলেন রহমাতুল্লিল আলামীন দয়াল নাবীজি {ﷺ} সিজদারত অবস্থায় ❝ইয়া উম্মাতি❞, ❝ইয়া উম্মাতি❞ বলে কাঁদছেন। 

প্রিয় রাসূলুল্লাহ্ {ﷺ}-এর কষ্টে সাইয়িদুনা হযরত আবু বাকার সিদ্দীক্ব {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎} বললেন,—❝ইয়া রাসূলুল্লাহ্ {ﷺ}! আমি আবু বাকার, ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি সব আপনার উম্মাতকে দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা মুবারক উঠান।❞ 

প্রিয় নাবীজি {ﷺ} মাথা মুবারক উঠান না। 

এবার সাইয়িদুনা হযরত উমার ফারুক্ব {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎} বললেন,—❝ইয়া রাসূলুল্লাহ্ {ﷺ}! আমি উমার, যে আপনার মাথা মুবারক নিতে গিয়ে নিজের মাথা (আপনার নূরানী ক্বদম মুবারকে) দিয়ে দিয়েছি। আমি আপনার উম্মাতের জন্য আমার সব আমল দিয়ে দিলাম।❞ 

প্রিয় নাবীজি {ﷺ} মাথা মুবারক উঠান না। 

সাইয়িদুনা হযরত আবু বাকার সিদ্দীক্ব {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎} বললেন,—❝উমার {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎}! কাজ হবে না রাসূলুল্লাহ্ {ﷺ}-কে একমাত্র সাইয়িদা ফাতিমা {رَضِيَ ٱللَّٰهُ عَنْهَا‎} শান্ত করতে পারবে।❞ 

তারা দুইজনে মাদীনা শারীফের দিকে ছুটছেন, পথে নাবীজি {ﷺ}-এর ছোট জামাতা (চতুর্থ খলীফা ও সাহাবী) শেরে খোদা সাইয়িদুনা হযরত আলী {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎}-এর সাথে দেখা। 

সাইয়িদুনা হযরত আবু বাকার সিদ্দীক্ব {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎} ও হযরত উমার ফারুক্ব {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎} বললেন,—❝সামনে গিয়ে লাভ নেই, রাসূলুল্লাহ্ {ﷺ}-কে শান্ত করতে সাইয়িদা ফাতিমা {رَضِيَ ٱللَّٰهُ عَنْهَا‎}কে লাগবে।❞ 

এবার তিনজনে প্রিয় রাসূলুল্লাহ্ {ﷺ}-এর ছোট কন্যা খাতুনে জান্নাত (অর্থাৎ জান্নাতের নারীগণের রাণী/নেত্রী/সর্দারনী) সাইয়িদা ফাতিমা জাহরা {رَضِيَ ٱللَّٰهُ عَنْهَا‎}-এর বাড়ির সামনে এলেন। সাইয়িদুনা হযরত আলী {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎} স্বীয় স্ত্রী সাইয়িদা ফাতিমা {رَضِيَ ٱللَّٰهُ عَنْهَا‎}-কে ডাক দিলেন। 

খাতুনে জান্নাত সাইয়িদা ফাতিমা {رَضِيَ ٱللَّٰهُ عَنْهَا‎} বাইরে এসে স্বামীর চেহারা দেখে বললেন,—❝আপনাকে এমন দেখাচ্ছে কেন? তবে কি মাক্কাহ্’র মুনাফিকরা আমার আব্বাজানকে মেরে ফেলছে?❞ 

শেরে খোদা সাইয়িদুনা হযরত আলী {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎} বললেন,—❝তুমি তাড়াতাড়ি চলো রাসূলুল্লাহ্ {ﷺ} ❝ইয়া উম্মাতি❞, ❝ইয়া উম্মাতি❞ বলে কাঁদছেন, মাথা মুবারক উঠাচ্ছেন না।❞ 

খাতুনে জান্নাত সাইয়িদা ফাতিমা জাহরা {رَضِيَ ٱللَّٰهُ عَنْهَا‎} দৌড়ে গেলেন। রাসূলুল্লাহ্ {ﷺ}-এর কাছে গিয়ে বললেন,—❝আব্বাজান! আপনি সফরে যাবার আগে এবং সফর থেকে ফিরে প্রথমে আমাকে দেখতেন, আমার সাথে কথা বলতেন। কিন্তু আজ তিন দিন হলো, আপনার কোনো খোঁজ নেই, আপনি কি আমাকে ভুলে গেছেন?❞ 

প্রিয় নাবীজি {ﷺ} তাও মাথা মুবারক উঠান না। 

খাতুনে জান্নাত সাইয়িদা ফাতিমা {رَضِيَ ٱللَّٰهُ عَنْهَا‎} বললেন,—❝আব্বাজান! আমি আপনার ফাতিমার সব নেকী আপনার উম্মাতকে দিয়ে দিলাম।❞ 

প্রিয় নাবীজি {ﷺ}-মাথা মুবারক উঠান না। 

নূরে মুজাস্সাম রাসূলুল্লাহ্ {ﷺ}-এর দুই পাশে শিশু সাইয়িদুনা হযরত ইমাম হাসান {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎}, সাইয়িদুনা হযরত ইমাম হুসাইন {رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎} দাঁড়িয়ে বলছেন,—❝নানাজান! উঠুন, নানাজান উঠুন।❞ 

প্রিয় নাবীজি {ﷺ} মাথা মুবারক উঠান না। 

📌হঠাৎ খাতুনে জান্নাত সাইয়িদা ফাতিমা জাহরা {رَضِيَ ٱللَّٰهُ عَنْهَا‎} বলে উঠলেন,—❝আব্বাজান! আপনি উঠুন আমি আপনার উম্মাতির জন্য আমার হাসান ও হুসাইনকে ক্বুরবানি করে দিলাম।❞📌 

আল্লাহু আকবার! 

আল্লাহু আকবার!! 

আল্লাহু আকবার!!! 

📌এবার উম্মাতের কান্ডারী দয়াল নাবীজি {ﷺ} মাথা মুবারক উঠালেন আর বললেন,—❝মা ফাতিমা {رَضِيَ ٱللَّٰهُ عَنْهَا‎}! তুমি কি দূ‘আ করলে, আমার আল্লাহ্ {سُبْحَانَهُ وَتَعَالَىٰ‎} তোমার দূ‘আ ক্ববুল করে নিয়েছেন।❞📌 

[রেফারেন্স : খাকে কারবালা।] 

#পবিত্র #মুহাররম #মাস #কারবালা #এর #সঠিক #ইতিহাস #Muharram #truestory #history #of #karbala #muharram1445 #WeLoveMuhammadﷺ #ImamHussainAS #Ahle_Bait_E_Rasoolullah #WeFollowMuhammadﷺ #AhleBayt #OProphetMuhammadﷺMyParentsMyLifeAndMyPropertyAreAllSacrificedAtYourHolyFeet  #MuharramUlHaram #WeAreUmmahOfMuhammadﷺ #imamhussain #ahlulbayt #10muharram #1445hijri #tibbeilaheandtibbenawabi 
 
back to top